কাজীর দেউড়ি স্টেডিয়াম মার্কেটে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি সিজেকেএস স্টেডিয়াম শপিং কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মার্কেটের ২য় তলায় মিলেনিয়াম টাইলস শোরুমে ক্যাশ ড্রয়ার ভেঙে নগদ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়েছে।
জানা গেছে, দুপুর দেড়টার সময় শোরুমের স্বত্বাধিকারী এমরানুল ইসলাম মুকুল ক্যাশ লক করে দোকান থেকে বের হয়ে ওয়াশরুমে যান। ফিরে এসে তিনি দেখেন ক্যাশ ড্রয়ার ভেঙে টাকা নিয়ে গেছে চোর চক্র।
খবর পেয়ে মার্কেটের অন্যান্য ব্যবসায়ী এবং নেতৃবৃন্দ ছুটে আসেন। তারা দিনদুপুরে দুর্ধর্ষ এই চুরির ঘটনায় হতবাক হয়ে যান।
ঘটনা পর্যালোচনা এবং বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ দেখে এক যুবককে চিহ্নিত করা গেছে। তবে তাকে মার্কেটের কেউ কিনা সনাক্ত করা যায়নি এখনো।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নগরীর কোতোয়াালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওসি অভিযোগ তদন্তের জন্য এসআই মো. আরিফুল ইসলামকে দায়িত্ব দিয়েছেন।
উল্লেখ্য, শোরুমের স্বত্বাধিকারী এমরানুল ইসলাম মুকুল দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন। পাশাপাশি সম্প্রতি তিনি টাইলস ব্যবসার সাথে যুক্ত হয়েছেন।
তিনি দুর্ধর্ষ এই চোর চক্রকে সনাক্ত এবং আইনের আওতায় আনতে সহযোগিতা কামনা করেছেন।
সংযুক্তি : সিসিটিভি ফুটেজে পলায়নরত সন্দেহভাজন যুবকের ছবি ও ভিডিও ক্লিপ।
এমরানুল ইসলাম মুকুল, 01985056392
এসআই মো. আরিফুল ইসলাম 01884072161
কাজীর দেউড়ি স্টেডিয়াম মার্কেটে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি