চট্টগ্রামের যাত্রাপালা : সেদিন আর আসবে না ফিরে

প্রয়োজন হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা ছাড়া এত বড় আয়োজন করা কঠিন।

পূর্ব পাকিস্তানে যাত্রার দল ছিল ২৬টি। স্বাধীনতার পরে এই সংখ্যা দাঁড়ায় ৫০-এ। ১৯৮৭/৮৮ সালের দিকে এই সংখ্যা দাঁড়ায় ২১০-এ। তখন যাত্রাপালার সুদিন বলা যায়। এবং যাত্রাপালার ব্যবসাও রমরমা। এই যে বিশাল একটা সম্ভবনার যাত্রাশিল্প আজ ধুঁকে ধুঁকে মৃত্যুবরণ করল।

এ প্রসঙ্গে নাট্যকার মিলন কান্তি দে বলেন, “যাত্রার দল ফিরে আসার আর সম্ভবনা নেই। রাজনৈতিক অস্থিরতা যেখানে প্রবল সেখানে শুধু যাত্রা কেন সংস্কৃতির কোনো মাধ্যমই আর উঠে আসার সম্ভবনা নেই।”