
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
নগরীর অভিজাত বোট ক্লাবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিং সেক্টরের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আবির সাহেবের ওলিমা অনুষ্ঠান। মনোরম সাজসজ্জা এবং সুনিপুণ ব্যবস্থাপনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত এবং রাজকীয়।
এই জমজমাট অনুষ্ঠানে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট এবং বিশিষ্ট সমাজসেবক জনাব জাবেদ আফসার চৌধুরী।এতে আরো উপস্থিত ছিলেন
চ্যানেল টেন টিভির সম্মানিত চেয়ারম্যান জনাব শামসুল আলম রানা , আরো উপস্থিত ছিলেন চ্যানেল টেন টিভির সাংবাদিক জনাব মোঃ বেলাল হোসেন।
অনুষ্ঠানস্থলে সরেজমিনে দেখা যায়, চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নিয়েছেন। অতিথিদের পদচারণায় বোট ক্লাব প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়। আগত অতিথিরা নবদম্পতির সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঘরোয়া ও আন্তরিক পরিবেশে ঘনিষ্ঠজনদের নিয়ে এই আনন্দ ভাগ করে নেওয়াই ছিল মূল উদ্দেশ্য। নান্দনিক ডেকোরেশন এবং রাজকীয় আপ্যায়নের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।