জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নাই। এটা তৈরি করতে হবে। যথাসময়ে নির্বাচন হতে হবে, তা না হলে সংকট তৈরি হবে। কোনো সংকট হতে দেওয়া হবে না।’
আজ শনিবার বিকেলে হেলিকপ্টারযোগে ঝালকাঠি থেকে চট্টগ্রামের চকবাজারের প্যারেড মাঠে নেমে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
এসময় জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘চব্বিশের এই সুযোগকে হারাতে চাই না। ষোলো আনা ব্যবহার করতে চাই। তবে কোনো দলের জন্য নয়, জাতির জন্য। এর আগেও সুযোগ এসেছে, সেই সুযোগ হারিয়েছি—দেশ মুখ থুবড়ে পড়েছে।’