ফেসবুক প্রফেশনাল মোড: শহর থেকে গ্রামে স্বাবলম্বীর নতুন দিশা!

 

, রিপোর্টার বেলাল হোসেন

ফেসবুকের ‘প্রফেশনাল মোড’ ব্যবহার করে শহর থেকে গ্রাম পর্যন্ত অনেক বেকার যুবক এখন স্বাবলম্বী হচ্ছেন। এই প্ল্যাটফর্মকে সঠিকভাবে কাজে লাগিয়ে অনেকেই প্রতি মাসে 10,000 টাকা থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত আয় করছেন।

> “যাঁরা গাইডলাইন মেনে এবং সততার সঙ্গে কাজ করছেন, তাঁরা এখান থেকে সফলভাবে স্বাবলম্বী হচ্ছেন।

💰 ইনকামের সুযোগ যাদের জন্য:

এই প্রতিবেদক বেলাল হোসেনের মতে, প্রফেশনাল মোড ব্যবহার করে ইনকাম করার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই।

* অ্যান্ড্রয়েড স্মার্টফোন: একটি ভালো মানের অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেই যথেষ্ট।

* ফেসবুক অ্যাকাউন্ট: একটি চালু ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে।

আহ্বান: যাদের হাতে ভালো মোবাইল আছে এবং ফেসবুক অ্যাকাউন্ট আছে, তারা যেন দ্রুত প্রফেশনাল মোড চালু করে এই প্ল্যাটফর্ম থেকে সঠিক উপায়ে ইনকাম করার পথে নিজেদেরকে যুক্ত করেন।