
সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটিতে সাবেক ছাত্রনেতা আহমদ নুর এরিক
নিজস্ব প্রতিবেদক
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আহমদ নুর এরিককে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি দীর্ঘদিন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিল।
বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেন হোসেন সম্রাট ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মালেক সুমন স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটির প্যাডে তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করে দায়িত্ব প্রদান করা হয়।
আহমদ নুর এরিক বলেন, আমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমি সততার সাথে সে দায়িত্ব পালন করব।