মোস্তফার আগমনে সাতকানিয়া-লোহাগাড়া উজ্জীবিত 

মোঃখোরশেদ আলম জেলা প্রতিনিধ সাতকানিয়া :

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন নাজমুল মোস্তফা আমিনের আগমন উপলক্ষে সাতকানিয়া উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা রাজপথে স্বাগত জানিয়েছে।

 

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর আড়াই টার দিকে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ দোহাজারী ব্রীজ থেকে ঠাকুর দীঘি পর্যন্ত সাতকানিয়া উপজেলা বিএনপির সর্বস্তেরর নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে বরণ করেন। এসময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।

 

সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন নাজমুল মোস্তফা আমিন সাতকানিয়া উপজেলার কেরানীহাট আগমনে বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষের প্রতীক দিয়েছেন। ধানের শীষে ভোট দিয়ে জয়লাভ করে তারেক রহমান কে উপহার দিতে হবে।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া ছেয়েছেন।

 

নাজমুল মোস্তফা আমিন সাতকানিয়া হয়ে লোহাগাড়া উপজেলায় কর্ণেল অলি আহমেদ স্টেডিয়ামে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ উপস্থিত হবেন।

 

তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়কের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, আবু সেলিম চৌধুরী, এড. ওমর ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেএম আব্বাস,দক্ষিণ জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আবদুস সবুর

 

গত ৪ ডিসেম্বর বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম ১৫ সাতকানিয়া -লোহাগাড়া সংসদীয় আসনের লায়ন নাজমুল মোস্তফা আমিনের নাম ঘোষণা করলে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় বিএনপি নেতাকর্মী উচ্ছ্বসিত হন।