বন্য হাতির ভিডিও করতে গিয়ে, হাতির পায়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের করুণ মৃ/ত্যু 💔

বন্য হাতির ভিডিও করতে গিয়ে, হাতির পায়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের করুণ মৃ/ত্যু 💔

দৈনিক চট্টগ্রামের কন্ঠ রিপোর্ট: বেলাল হোসেন। ১৫ ডিসেম্বর, ২০২৫।

শেরপুর: বন্য হাতির খুব কাছ থেকে ভিডিও ধারণ করতে গিয়ে হাতির পায়ে পি/ষ্ট হয়ে এক কনটেন্ট ক্রিয়েটরের মর্মান্তিক মৃ/ত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে শেরপুরের বালিজুরী এলাকায় এই দুর্ঘ/টনা ঘটে। মৃ/ত ব্যক্তির নাম ফারুক হোসেন (৪০)।

📍 বিস্তারিত ঘটনা

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই শেরপুরের বালিজুরী এলাকার পাহাড়ি অঞ্চলে বন্য হাতির একটি দল অবস্থান করছিল। এই হাতি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা সেখানে ভিড় করছিলেন।

আজ সোমবার বিকেলে মৃ/ত ফারুক হোসেনও (৪০) আরও বেশ কিছু লোকের সাথে হাতি দেখতে ঐ এলাকায় যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক হোসেন হাতির খুব কাছাকাছি চলে গিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণের চেষ্টা করছিলেন। বন্য হাতির আচরণ সম্পর্কে অসতর্ক থাকার কারণে একপর্যায়ে দলছুট একটি হাতি তাকে আক্রমণ করে। দ্রুত কিছু বুঝে ওঠার আগেই হাতিটি তাকে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে এবং পরে পায়ে পি/ষ্ট করে