চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

চট্টগ্রামে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় তার নিজ বাসভবনে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিজানুর রহমান ভূইয়া মিল্টন বলেন, “আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন সত্যিকারের অনন্য একজন নেতা। তাঁর দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি তাঁর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করছি।”

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার দৃঢ় মনোভাব, সংগ্রামী নেতৃত্ব ও রাষ্ট্রনায়কের ভূমিকা আজও দেশবাসীর হৃদয়ে গভীরভাবে অঙ্কিত রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার প্রতিষ্ঠার পথে তাঁর ত্যাগ নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা।

মাহফিলটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে শেষ হয়। উপস্থিত সবাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করেন।

এতে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, পৌর যুবদলের আহ্বায়ক নাসির কমিশনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি শামিম, উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদমান সামি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা কলিমুল্লাহ, বিএনপি নেতা শাহাদাত,উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমদাদুল হক, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক নিজামসহ মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকরা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ আরোগ্য কামনায় নিয়মিত দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান।