ঢেমশায় উন্নয়নের ছোঁয়া: দীর্ঘ প্রতীক্ষার পর হালদা সড়কের কাজ দৃশ্যমান

📰 খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

উত্তর ঢেমশা, কেরানীহাট (চট্টগ্রাম): দীর্ঘদিনের অবহেলা আর দুর্ভোগের ইতি টেনে অবশেষে উন্নয়নের মুখ দেখল উত্তর ঢেমশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাইজ পাড়া হালদা সড়ক। বর্ষাকালে জলাবদ্ধতা এবং বেহাল দশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্যোগে সড়কটির ব্রিক সলিংয়ের কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।

গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক

কেরানীহাটের পার্শ্ববর্তী ৫নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ডের সংযোগস্থল হিসেবে এই হালদা সড়কটি এলাকার জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা এতটাই খারাপ ছিল যে, বর্ষাকালে হাঁটু সমান কাদার কারণে স্কুল-মাদ্রাসা ছাত্র-ছাত্রী ও সাধারণ পথচারীদের বাধ্য হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করতে হতো।

চেয়ারম্যানের উদ্যোগে উন্নয়ন কাজ শুরু

এলাকাবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগ নজরে আসে ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মো: আবু তাহের-এর। তিনি দ্রুত উক্ত সড়কের উন্নয়ন প্রকল্পের জন্য উদ্যোগ গ্রহণ করেন।

গত বৃহস্পতিবার, ০৪/১২/২০২৫ ইং তারিখে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মো: আবু তাহের নিজে উপস্থিত থেকে হালদা সড়কের ব্রিক সলিং দ্বারা উন্নয়ন কাজের পরিদর্শন ও সার্বিক তদারকি করেন।

এলাকাবাসীর কৃতজ্ঞতা

পরিদর্শনকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। দীর্ঘ অপেক্ষার পর এই গুরুত্বপূর্ণ সড়কটির কাজ শুরু হওয়ায় মাইজপাড়া বাসী ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, ঢেমশায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং জনগণের দুর্ভোগ লাঘবে আমরা সবসময় কাজ করে যাব।