আগস্টে বন্দরে কন্টেনার হ্যান্ডলিংয়ে বড় প্রবৃদ্ধি

চট্টগ্রাম বন্দরে চলতি বছরের আগস্ট মাসে কন্টেনার হ্যান্ডলিংয়ে গতিশীলতা তৈরি হয়েছে, অর্জিত হয়েছে বড় প্রবৃদ্ধি। গত আগস্টে আগের বছরের আগস্ট মাসের তুলনায় রপ্তানি ও আমদানি উভয় ক্ষেত্রেই কন্টেনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, ২০২৫ সালের আগস্টে চট্টগ্রাম বন্দরে রপ্তানি পণ্যবোঝাই কন্টেনার হ্যান্ডলিং হয়েছে ৮৬ হাজার ৪৮৬ টিইইউএস, যেখানে ২০২৪ সালের আগস্টে হ্যান্ডলিং হয়েছিল ৭৮ হাজার ১৪৬ টিইইউএস। অর্থাৎ এক বছরে রপ্তানি পণ্যবোঝাই কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে ৮ হাজার ৩৪০ টিইইউএস বা প্রায় ১১ শতাংশ। চলতি বছরের আগস্টে রপ্তানি বাণিজ্যের খালি কন্টেনার হ্যান্ডলিং হয়েছে ৫৮ হাজার ৭৬৮ টিইইউএস, যা আগের বছর ছিল ৪৩ হাজার ৫৯১ টিইইউএস। প্রায় ১৫ হাজার ১৭৭ টিইইউএস এমটি কন্টেনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধির হার প্রায় ৩৫ শতাংশ।

অপরদিকে আমদানিতে প্রবৃদ্ধি আরও বেশি। ২০২৫ সালের আগস্টে আমদানি পণ্যবোঝাই কন্টেনার হ্যান্ডলিং হয় ১ লাখ ৩৮ হাজার ৭৩২ টিইইউএস, যেখানে ২০২৪ সালের আগস্টে ছিল ১ লাখ ১৪ হাজার ৭০৮ টিইইউএস। ফলে আমদানি পণ্য বোঝাই কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে ২৪ হাজার ২৪ টিইইউএস, যা প্রবৃদ্ধির হার প্রায় ২১ শতাংশ। তবে খালি আমদানি কন্টেনারে তেমন কোনো পরিবর্তন হয়নি। ২০২৪ সালের আগস্টে যেখানে খালি কন্টেনার হ্যান্ডলিং হয়েছে ৮ হাজার ২৮৯ টিইইউস, সেখানে ২০২৫ সালের আগস্টে তা দাঁড়িয়েছে ৮ হাজার ২৬৪ টিইইউএসে, সামান্য কমেছে। এক বছরের ব্যবধানে এই প্রবৃদ্ধি ব্যবসা বাণিজ্যের গতিশীলতার ফলে হয়েছে বলেও বন্দরের সূত্রগুলো মন্তব্য করেছে।