কর্ণফুলীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

 

চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে মো. আসিম বিন সাইফ (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। প্রাথমিকভাবে এটিকে ‘দুর্ঘটনা’ বলা হলেও, স্থানীয়রা প্রশ্ন তুলছেন—প্রতিবেশীর অবহেলাই কি এই শিশুর প্রাণহানির কারণ?

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার ফজিল খাঁর হাট সংলগ্ন আবুল হোসেন মার্কেট এলাকার একটি বাড়ির ছাদে ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। নিহত আসিম দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. সাইফুদ্দিন প্রবাসে রয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আসিমের ছোট ভাই আইয়ান বলেন,“ভাইয়া ও আমরা সবাই ছাদে খেলছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। দেখি, ভাইয়ার গলায় কাপড় শুকানোর রশি পেঁচিয়ে গেছে। তার পিঠে পড়ে আছে টিন ও গাছের কাটা ডাল। আমরা চিৎকার করলে মা ও আশপাশের লোকজন ছুটে আসে।”

চাচা গিয়াস উদ্দিন জানান, পাশের একটি বাড়িতে গাছ কাটার সময় ছিঁড়ে পড়া ডাল ছাদের টিন ভেদ করে পড়ে আসিমের ওপর। সে সময় ছিঁড়ে পড়ে রশি ও টিনের ধাক্কায় শ্বাসরুদ্ধ হয়ে পড়ে শিশুটি। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য জোবাইদা আক্তার মিতু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এই মৃত্যুর পেছনে অবহেলা আছে কিনা, তা তদন্ত হওয়া উচিত।”

শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রিয়াদুল ইসলাম জানান, “লাশের সুরতহাল করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “তদন্ত টিম পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।