কর্ণফুলীতে ১৩ মামলার আসামি নাশকতা মামলায় গ্রেপ্তার

চুরি, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র মামলার আসামি মো. নুর হোসেন ওরফে আরিফ (২৯)–কে  রাজনৈতিক নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে কর্ণফুলী থানা পুলিশ

শুক্রবার রাতে উপজেলার শিকলবাহা এলাকা থেকে আরিফকে আটক করে পুলিশ। তিনি শিকলবাহা মাস্টারহাট এলাকার মৃত আলী হোসেনের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, কর্ণফুলী ও বাকলিয়া থানায় তার বিরুদ্ধে অন্তত ১৩টি মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আরিফ দীর্ঘদিন ধরে শাহ আমানত সেতু ও মইজ্জ্যারটেক এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র চালাচ্ছে। চলন্ত গাড়ি থেকে মালামাল লুট, যাত্রীবাহী সিএনজিতে ডাকাতি এবং সম্প্রতি এক ব্যবসায়ীর ১০ লাখ টাকার পণ্য ছিনতাই—এসবের সঙ্গে তার সম্পৃক্ততা আছে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, “তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”