ক্যাডেট কলেজ ক্লাব চট্টগ্রাম লিমিটেডের বার্ষিক সভা ও নির্বাচন

সভাপতি হলেন স্থপতি সোহাইল মোহাম্মদ শাকুর, সাধারণ সম্পাদক প্রকৌশলী হুমায়ুন কবির

 বিজ্ঞপ্তি নগরীর আগ্রাবাদ ক্যাডেট কলেজ ক্লাব চট্টগ্রাম লিমিটেডের ৩য় বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। ক্লাবের প্রেসিডেন্ট এম সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইফতেখার আলমের সঞ্চালনায় সভায় ক্লাবের সদস্যগণ সপরিবারে উপস্থিত ছিলেন। সভায় ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্থপতি সোহাইল মোহাম্মদ শাকুর ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী হুমায়ুন কবির।

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- আবু হাসান, প্রকৌশলী ইফতেখার আলম, মো. রেজাউল করিম, ফারুক আহমেদ, মো. আবদুল্লাহ আল মামুন, সাইফুজ্জামান, নূরউদ্দিন ইবনে রফিক, ডা. মো. নুরুল হক, ফাতেমা তুজ জোহরা, মো. আতিয়ার রহমান, মো. ফিরোজ মোস্তফা, লে. কমান্ডার এনামুল হক খন্দকার ও মো. আসাদুজ্জামান জয়।

সভায় তিন সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ হলেন- এম সাইফুল ইসলাম, ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী এবং প্রকৌশলী ফজলে রশীদ। সাধারণ সভা ও নির্বাচন শেষে সকলে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।