চট্টগ্রামে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

চট্টগ্রামে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ১৪ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের এক অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘটনার বিবরণ:

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) এহেছান মাহাবুবের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ বেলাল (৪৫)। তিনি সদরঘাট থানার ১৭৩ দারোগারহাট এলাকার মৃত রাজা মিয়ার ছেলে।

উদ্ধার ও আইনগত ব্যবস্থা:

পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামির হেফাজত থেকে একটি ১০০ সিসির প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা চুরিকৃত বলে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় একটি মামলা (মামলা নং-২৫) দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে। চোর চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।