চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে মো. আইয়ুব ও জোহরা খাতুন নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেফতারকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। শ‌নিবার (৫ জুলাই) থানা সূত্রে বিষয়টি নি‌শ্চিত করা হয়।

গ্রেফতার মো. আইয়ুব বাক‌লিয়া চাকতাই এলাকার মৃত মোঃ ইলিয়াস ও জোহরা খাতুন একই এলাকার মো. ইলিয়াসের স্ত্রী।

থানা সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে বাকলিয়া থানাধীন বড় কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের কর্ণফুলী থানাধীন কালারপোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পু‌লিশ জানায়, গ্রেফতার উভয়ই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।