চট্টগ্রাম বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে ৪ হাজার ৭ শত ৭৫ পিস ইয়াবা, অস্ত্র,ও নগদ টাকাসহ আটক ৩

শখালীতে দায়িত্বরত সেনাবাহিনীর অভিযানে ৪ হাজার ৭ শত ৭৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মধ্যম পুঁইছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুজন হলেন মোঃ আনিসুর প্রকাশ এনাম ইসলাম (৩৮) ও তার স্ত্রী মোছাম্মৎ মাসুদা বেগম (৩০)।

সেনাবাহিনীর বাঁশখালী ইউনিট ও থানা পুলিশ সূত্র জানায়, সেনাবাহিনীর বাঁশখালী উপজেলায় দায়িত্বরত ইনচার্জ ক্যাপ্টেন সালেহ্‌ মোহাম্মদ নূরুল ওয়াহ্‌হাব এর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মধ্যম পুঁইছড়ি এলাকার মৃত মোহাম্মদ শামসুল আলমের ছেলে আনিসুর প্রকাশ এনাম এবং তার স্ত্রী মোছাম্মৎ মাসুদা বেগমকে আটক করে। এসময় তাদের বাসা তল্লাশী করে ৪ হাজার ৭শত ৭৫পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন এবং নগদ ৭১হাজার ৭শত টাকা উদ্ধার করা হয়। আটক কৃতদেরকে বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এর আগে পৃথক অভিযান চালিয়ে মোহাম্মদ জকরিয়ার স্ত্রী মোছাম্মৎ জেসমিন আক্তার (৩০) নামক আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় স্বামী মোহাম্মদ জকরিয়া পালিয়ে সক্ষম হলেও তার স্ত্রীর কাছ থেকে ৩ শত ৬০ পিস ইয়াবা, ৩টি দেশীয় অস্ত্র, ১টি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা এবং দেশীয় মদ উদ্ধার করা হয়। বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।