
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
রোববার (২১ সেপ্টেম্বর) বিভাগের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ নেওয়ামত উল্লাহ আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতির হাতে দায়িত্বভার অর্পণ করেন।
অধ্যাপক ড. গিয়াস উদ্দিন সৌদি আরবের কিং সউদ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি চট্টগ্রামের মেহেদীবাগ সিডিএ জামে মসজিদের খতিব। এ ছাড়া তিনি দেশের বেশ কয়েকটি ইসলামী ব্যাংকের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ, আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামিক স্কলার হিসেবেও তিনি ব্যাপক পরিচিত।নতুন দায়িত্ব নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার কালবেলাকে বলেন, বিভাগের সভাপতির দায়িত্ব একটি পবিত্র আমানত। এই বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী বিভাগ। সভাপতির দায়িত্ব গ্রহণ করে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। একই সঙ্গে এটিকে একটি চ্যালেঞ্জও মনে করি।তিনি বলেন, বিভাগের সিলেবাসকে যুগোপযোগী ও আধুনিকায়ন করা হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজনের পরিকল্পনা রয়েছে। আরব বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে অতিথি শিক্ষক এনে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নত করার উদ্যোগও নেওয়া হবে।
চবি আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন