
খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি
সাতকানিয়ার ছদাহা জানার পাড়া আদর্শ ফোরকানিয়া প্রস্তাবিত একাডেমি মাদ্রাসার বার্ষিক সভা, ঈসালে সওয়াব মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই মাহফিলে বিভিন্ন অধিবেশনে বরেণ্য ওলামায়ে কেরাম ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাপনী অধিবেশন ও প্রধান অতিথি
অনুষ্ঠানের শেষ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলুম জননেতা ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং আদর্শ সমাজ গঠনে মাদ্রাসার ভূমিকার কথা তুলে ধরেন।
দ্বিতীয় অধিবেশন
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও আইআইইউসি ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে জীবন গড়ার আহ্বান জানান।
প্রথম অধিবেশন ও পুরস্কার বিতরণ
প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর ও শিক্ষা অনুরাগী আলহাজ্ব পুুরদুল আলম। পরবর্তীতে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন। তিনি মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
ওয়ায়েজিনদের আলোচনা
মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে তশরিফ আনেন সৈয়দাবাদ ফকির আহমদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুর রশিদ আল কাদেরী। এছাড়াও বিশেষ ওয়ায়েজ হিসেবে আলোচনা করেন:
আলহাজ্ব মাওলানা ইউসুফ জালালী
মাওলানা মোস্তফিজুর রহমান হেলালী
মাওলানা আবুল মুছা সিদ্দিক
মাওলানা মাহমুদুল হক মাহমুদ
আয়োজক ও ব্যবস্থাপনা
পুরো অনুষ্ঠানটি সফল করতে নিরলস পরিশ্রম করেছেন মাদ্রাসার উপদেষ্টা মাস্টার আহাম্মদ ছাফা, অধ্যাপক আইয়ুব নূরী, মোরশেদুল আলম, মাওলানা মুস্তাক আহমদ, জাহাঙ্গীর আলম, আল্লামা মাহমুদুল হক ও মোহাম্মদ আসিফ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সেক্রেটারি আব্দুস শুকুর।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।