
পুনঃরায় পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি সচল করলে ইরানকে জাহান্নাম দেখানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই পথে হাঁটলে ইরানকে আরও ভয়াবহ সামরিক হামলা চালানো হবে।
সোমবার ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তবে গতবারের চেয়েও শক্তিশালী আঘাতের মুখোমুখি হতে হবে তাদের। তিনি সরাসরি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে বিধ্বস্ত করে দেবে, যদিও তিনি ব্যক্তিগতভাবে এমন পরিস্থিতি এড়াতে চান।
এর আগে গত জুন মাসে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান পরমাণু কেন্দ্রে বড় ধরনের বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, তেহরান কী করার চেষ্টা করছে তা ওয়াশিংটনের নখদর্পণে রয়েছে। বি-টু বোমারু বিমানের জ্বালানি খরচ করার ইচ্ছে তার নেই উল্লেখ করে তিনি বলেন, পারমাণবিক অগ্রগতির কোনো খবর পাওয়া মাত্রই যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। মার্কিন প্রেসিডেন্ট এই ইস্যুতে ইসরায়েলের যেকোনো সামরিক পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন।
তবে ইরানও জানিয়েছে, ইসরায়েল ও আমেরিকার যেকোনো আগ্রাসনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত তেহরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, এ বছরের জুন মাসের ১২ দিনের যুদ্ধের সময়ের চেয়েও তারা এখন শক্তিশালী, তাদের প্রস্তুতিও তুঙ্গে। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে আবারও যুদ্ধের শঙ্কা দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা।