কেসস্টাডি-১ : রূপগঞ্জের ভোলাব গুতুলিয়া এলাকার নুর মোহাম্মদের সাত বছরের মেয়ে নুসরাত জাহান নুর ও নুর মোহাম্মদের ছোট ভাই হাশেম মোল্লার চার বছরের মেয়ে তাজবিয়া। প্রতিদিনের মতো ঘটনার দিনও পাশের পুকুরে গোসল করতে নামে তারা। এক পর্যায়ে দুজনই ডুবে মারা যায়। মেয়েদের নিয়ে দুই পরিবারেরই স্বপ্ন ছিল, ছিল আশা। কিন্তু স্বপ্ন আর আশা পানিতেই শেষ। এখনো দুই পরিবার শোক বইয়ে বেড়াচ্ছে।
কেসস্টাডি-২ : সুজলা-শ্যামলা রূপগঞ্জের বেলদি গ্রাম। পাখির কিচিরমিচির আর শিশুদের কোলাহলে মুখরিত থাকত গ্রামটি।