বোয়ালখালী বালিখেকো আজিজুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আব্দুল মুবিন

অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ করায় ব্যবসায়ী রিদোয়ান খানকে গত ৩ জানুয়ারী মারধর করে দুই হাত ভেঙে দেয়।

পুঙ্গু অবস্থায় চিকিৎসার মধ্য দিয়ে সঠিক বিচার পাওয়ার জন্য রবিবার (১১ জানুয়ারী) চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের শরণাপন্ন হন।

সংবাদ সম্মেলনে ইট রড ব্যবসায়ী রিদোয়ান খান তার লিখিত বক্তব্যে বলেন চাঁদা না দেয়ায় ও প্রতিবাদ করায় উল্টো আমাকে মিথ্যা মামলা দিয়ে ২২দিন জেল খাটান। আমি জামিনে মুক্ত হলে আমার পূর্বপুরুষের বসত ভিটা রক্ষা ও বালি উত্তোলনের ফলে ভেঙ্গে যাচ্ছে নিষেধ করলে উল্টো ক্ষিপ্ত হয়ে বালিখেকো আজিজুল হক তার জলদস্যু বাহিনী নুরুল আবছার প্রকাশ কালা রোকচার, শহিদুল ইসলাম শহীদ প্রকাশ কালা শহীদ,জানে আলম নান্নু প্রকাশ ব্যাট্টা নানু, রাশেদুল ইসলাম রাশেদ (মাদক ব্যবসায়ী) মোঃ আসিফসহ মিলে অমানসিক নির্যাতন ও মারধর করে পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয়। চিকিৎসারত অবস্থায় আমার সহধর্মিণ স্থানীয় বোয়ালখালী থানায় মামলা করতে গেলে ৩দিন পর্যন্ত কোন মামলা গ্রহণ না করে পুলিশ পরে তাদের মনগড়া মতো মামলা তৈরি করে নেয়। ঐদিকে মামলা করায় আজিজুল হক আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এসব অবৈধ বালি ব্যবসায়ীদের বিরুদ্ধে যেনো সঠিক ব্যবস্থা গ্রহণ করে ও তার পরিবার পরিজন যে হুমকির মুখে ও নিরাপত্তাহীনতায় আছে তার সঠিক বিচার পায়।।