যৌথবাহিনীর বিশেষ অভিযানে বড়হাতিয়া থেকে আসামীবিহীন এলজি, কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার

ফুলকি দাস লোহাগাড়া  প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

অদ্য (তারিখ উল্লেখযোগ্য) ভোররাতে লোহাগাড়া থানাধীন বড়হাতিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি আসামীবিহীন এলজি (লোকাল গান), কয়েক রাউন্ড কার্তুজ এবং একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব না হলেও উদ্ধারকৃত অস্ত্রগুলো স্থানীয় সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়ার জন্য লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন।