রাঙ্গুনিয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খোরশেদ আলম (৩০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার আবদুল খালেকের ছেলে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া গ্রামের খিলমোগল তালুকদার পাড়া মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ চিৎকার শুনে কয়েকজন লোক ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের গলাকাটা লাশ দেখতে পায়। তার শরীরে ছুরিকাঘাত করা হয়। এসময় তারা পুলিশকে খবর দেন। খোরশেদ আলম সিএনজিচালিত অটোরিকশা চালাতেন এবং রাজমিস্ত্রির কাজও করতেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।