মোঃ খোরশেদ আলম, প্রতিনিধি:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে আজ শুক্রবার (নির্দিষ্ট তারিখ উল্লেখ করা নেই, ধরে নিন সংবাদ প্রকাশের তারিখের আগের শুক্রবার) বাদে এশার সাতকানিয়া উপজেলা ছদাহা ৪নং ওয়ার্ডের আফজাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রদান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নিজাম উদ্দিন নায়বে আমির সদাহ ইউনিয়ন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আইয়ুব ইউপি মেম্বার সদাহা বিশেষ অতিথি জনাব জুলফিকার বিশিষ্ট ব্যাংকার।অনুষ্ঠানে আসন্ন নির্বাচন নিয়ে দলের কৌশল নির্ধারণ, সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং কর্মীদের দিকনির্দেশনা প্রদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার মূল আলোচ্য বিষয় ছিল নির্বাচনী কর্মপরিকল্পনা প্রণয়ন ও নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন নিয়ে আলোচনা।
এই মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করা হয়। উপস্থিত নেতাকর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।