সাতকানিয়ার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত ছদাহা কে.কে উচ্চ বিদ্যালয়ের জামাল উদ্দীন

মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

সাতকানিয়া উপজেলায় ২০২৬ সালের ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচিত হয়েছেন ছদাহা কে.কে উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক জনাব জামাল উদ্দীন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে তাঁর দীর্ঘদিনের সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস তাঁকে এই সম্মানে ভূষিত করে।তার এই গৌরবজনক সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ পুরো সাতকানিয়া উপজেলার শিক্ষা সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।সাফল্যের নেপথ্যে নিরলস সুত্রে জানা যাই  ছদাহা কে.কে উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকেই প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন সাধিত হই তিনি শুধু পাঠদান  বরং বিদ্যালয়ে ­ অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। তাঁর সুপরিকল্পিত নির্দেশনায় বিদ্যালয়ের শিক্ষার মান ও পাসের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে।অভিনন্দন ও শুভেচ্ছাএই বিশেষ অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক সমিতি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সহকর্মী শিক্ষকরা জানান, এটি তাঁর নিরলস শ্রম ও শিক্ষকতা পেশার প্রতি চরম মমত্ববোধের প্রতিফলন। অভিভাবকরা মনে করেন, তাঁর মতো একজন দক্ষ শিক্ষকের কারণেই আজ ছদাহা কে.কে উচ্চ বিদ্যালয়টি একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

আগামীর প্রত্যাশা

উপজেলা শিক্ষা সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেন, তার এই স্বীকৃতি অন্যান্য শিক্ষকদের মাঝেও অনুপ্রেরণা জোগাবে। তিনি ভবিষ্যতে সাতকানিয়া উপজেলার শিক্ষার পরিবেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে সবাই প্রত্যাশা করছেন।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় প্রিয় জামাল উদ্দীন বলেন, “যেকোনো স্বীকৃতির কাজের গতি ও দায়িত্ব বাড়িয়ে দেয়। আমি এই অর্জন আমার বিদ্যালয়ের শিক্ষার্থী ও সহকর্মীদের উৎসর্গ করলাম। আগামী দিনেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”