চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী শহিদুল ইসলামের চাকুরীচ্যুতি ও তার ফাঁসির দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকালে উপজেলার এওচিয়ার দেওদীঘিতে ছড়ারকুলবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।জানা যায়, গত ৭ই সেপ্টেম্বর শনিবার সাতকানিয়া উপজেলার এওচিয়ার ছড়ারকুলের দিনমজুর নুরুল কবিরকে একই এলাকার আব্দুল মজিদের ছেলে সাতকানিয়া উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতাধীন পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী শহিদুল ইসলাম, এবং চট্টগ্রাম শহরের রেয়াজুদদীন বাজারের বেল্টের দোকানদার নেয়াজুর রহমান কিরিচ দিয়ে কুপিয়ে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেন।ঘটনায় সাতকানিয়া থানায় নিহতের চাচাত ভাই নেজাম উদদীন বাদী হয়ে ৯জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
ঘটনায় ৪৮ঘন্টা পার হয়ে গেলেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় এলাকাবাসী ক্ষোভে এই মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে এওচিয়া ছড়ারকুলের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।এদিকে দিনমজুর নুরুল কবিরকে হত্যার নিন্দা জানিয়ে হত্যা মামলার প্রধান আসামি ও সাতকানিয়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মী শহিদুল ইসলামকে এওচিয়া সমাজসেবা পরিষদ নামে স্থানীয় একটি সামাজিক সংগঠনের আহবায়ক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার ঘোষনা করেন।সোমবার সংগঠনের ভেরিফাই পেজের মাধ্যমে বিবৃতি দিয়ে তা নিশ্চিত করেন এওচিয়া সমাজসেবা পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তসলিম হোসেন সম্রাট।পাশাপাশি উক্ত সংগঠন সমাজবিরোধী কোন ধরনের কার্যক্রম সমর্থন করেনা বলেও মন্তব্য করেন।
সাতকানিয়া- পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ কর্মীর চাকুরীচ্যুতি ও ফাঁসির দাবীতে মানববন্ধন
ঘটনায় ৪৮ঘন্টা পার হয়ে গেলেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় এলাকাবাসী ক্ষোভে এই মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে এওচিয়া ছড়ারকুলের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।এদিকে দিনমজুর নুরুল কবিরকে হত্যার নিন্দা জানিয়ে হত্যা মামলার প্রধান আসামি ও সাতকানিয়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মী শহিদুল ইসলামকে এওচিয়া সমাজসেবা পরিষদ নামে স্থানীয় একটি সামাজিক সংগঠনের আহবায়ক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার ঘোষনা করেন।সোমবার সংগঠনের ভেরিফাই পেজের মাধ্যমে বিবৃতি দিয়ে তা নিশ্চিত করেন এওচিয়া সমাজসেবা পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তসলিম হোসেন সম্রাট।পাশাপাশি উক্ত সংগঠন সমাজবিরোধী কোন ধরনের কার্যক্রম সমর্থন করেনা বলেও মন্তব্য করেন।
পদত্যাগপত্রে যা লিখলেন নেপালের প্রধানমন্ত্রী অলি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুরু হয়েছে ভোট গণনা।
৪৫ রুটে ঢুকে ইয়াবা, টেকনাফে সর্বনিম্ন দাম, ঢাকায় সর্বোচ্চ সীমান্তে মিয়ানমারের ১৫০ কারখানা । চট্টগ্রামই পাচারের মূল রুট । ধরা পড়া পাচারকারীর ৮০ শতাংশ বাহক । মাদক প্রতিরোধে টাস্কফোর্স, ‘অ্যাকশন বেড়েছে বহু গুণ’
মীরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
ডাকসুতে সাদিক-ফরহাদের নামে আগেই ভোট দেওয়ার অভিযোগ
ঢাবিতে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ, ভেতরে বিজিবির টহল