সিএমপি’র বিশেষ অভিযানে বায়েজিদের শীর্ষ সন্ত্রাসী ‘বার্মা সাইফুল’সহ ৪ সহযোগী গ্রেফতার

সিএমপি’র বিশেষ অভিযানে বায়েজিদের শীর্ষ সন্ত্রাসী ‘বার্মা সাইফুল’সহ ৪ সহযোগী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ১৪ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ ও পাঁচলাইশ এলাকায় ত্রাস সৃষ্টি করা শীর্ষ সন্ত্রাসী এবং ৩৪ মামলার আসামি মোঃ সাইফুল ইসলাম ওরফে ‘বার্মা সাইফুল’ ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গত ১২ ও ১৩ জানুয়ারি পৃথক অভিযানে ঢাকা ও চট্টগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

স্বর্ণের বার দস্যুতার জেরে গ্রেফতার

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি পাঁচলাইশ থানার আতুরারডিপো এলাকায় স্বর্ণের বার দস্যুতার একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মাননীয় পুলিশ কমিশনারের নির্দেশনায় গঠিত সিএমপি’র একটি বিশেষ চৌকস টিম তদন্তে নেমে এই ঘটনার সাথে ‘বার্মা সাইফুল’ ও তার সহযোগীদের সম্পৃক্ততা পায়।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি ঢাকার গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে বার্মা সাইফুল ও তার সহযোগী শিহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে দস্যুতায় ব্যবহৃত একটি YAMAHA R15 মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এই মামলায় এখন পর্যন্ত মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং লুণ্ঠিত ২৯টি স্বর্ণের বার (২৯০ ভরি) উদ্ধার করা সম্ভব হয়েছে।

দুর্ধর্ষ ‘বার্মা সাইফুল’ ও তার অপরাধের খতিয়ান

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় মোট ৩৪টি মামলা রয়েছে। যার মধ্যে:

মারামারি ও জখম সংক্রান্ত: ১৮টি

চাঁদাবাজি ও ছিনতাই: ০৫টি

অস্ত্র ও বিস্ফোরক আইন: ০৪টি

বিশেষ ক্ষমতা আইন: ০৩টি

প্রতারণা, অপহরণ ও দস্যুতা: ০৪টি

এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি গ্রেফতারি পরোয়ানা ঝুলে ছিল। তার সহযোগী শিহাব উদ্দিনের বিরুদ্ধেও প্রতারণা ও দস্যুতা সহ ৬টি মামলা রয়েছে।

পাঁচলাইশে আরও দুই ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার

এদিকে, সাইফুলের নেটওয়ার্ক নির্মূলে পাঁচলাইশ মডেল থানার একটি টিম ১৩ জানুয়ারি নগরের হিলভিউ এলাকায় অভিযান চালিয়ে সাইফুলের আরও দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করে। তারা হলেন— মোঃ রিয়াদ হোসেন (২৮) ও মোঃ মীর হোসেন ওরফে লিংকন (৩১)।

পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে নগরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃত রিয়াদ ও লিংকন উভয়ের বিরুদ্ধেই চুরি, দস্যুতা ও মাদকসহ ৫টি করে মামলা রয়েছে।

সিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নগরের জননিরাপত্তা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।