সীতাকুণ্ডে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সে’ এর শিশু শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি


স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও পরিবেশ সংরক্ষণ সচেতনতা ক্যাম্পিং কর্মসূচির আয়োজন করেন পরিবেশ সংগঠন ‘গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স’ ও ত্বরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়িনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদিয়া)। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার নানুপুর লায়লা কবির কলেজে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিশ্ব পরিবেশ ও সংরক্ষণ দিবসের অংশবিশেষ উপহার স্বরূপ এ চারা বিতরণ করা হয়। এতে ফলদ, ঔষধি, ফুল সহ বিভিন্ন প্রজাতির দুই হাজার স্খ্যংক চারা বিতরণ করা হয়

এ চারা উপহার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান, দারুল ইরফান রিচার্জ ইনষ্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি ও গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন হযরত শাহসূফী মুহাম্মদ ইরফানুল হক মাইজভান্ডারী (ম.জি.আ.)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গাছপালা রোপণের বিষয়ে আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ (সাঃ) তাগিদ দিয়ে গেছেন। প্রিয় নবীও প্রকৃতির প্রতি সবাইকে সদয় হওয়ার জন্য এরশাদ করেছেন। নবী করীম (সা.) প্রায় সময় সাহাবীদের গাছের চারা রোপন ও পরিচর্যার তাগিদ দিতেন।

তিনি শিক্ষার্থীদের বাড়ির আঙ্গিনা ও খালি জায়গায় গাছের চারা রোপণ করার পাশাপাশি বন ও পরিবেশ রক্ষায় এগিয়ে এসে ভূমিকা রাখার আহবান জানান।

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও সদস্যসচিব স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইকবাল সরোয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুর রহমান, রোটারিয়ান মো. নাছির উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক আ ফ ম বোরহান, আঞ্জুমানে মোত্তাবেয়িনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদিয়া) এর যুগ্ম সচিব মো. মেজবাউল আলম ভূইয়া, দারুত তালিম এর প্রধান শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন সিদ্দীক, দপ্তর ও পাঠাগার সম্পাদক আহমদুল হক বাদল, সমাজকল্যাণ সম্পাদক মো. মহিউদ্দীন, প্রধান শিক্ষক শেখ সাদী, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য ইঞ্জিনিয়ার মো. এমরান, মো. মুজিবুর রহমান, নজিব চৌধুরী প্রমূখ।

উল্লেখ্য, বিশ্ব পরিবেশ ও সংরক্ষণ দিবসের অংশবিশেষ বিলুপ্ত খেজুর গাছ সহ বিভিন্ন প্রজাতির চারা রোপন, পরিবেশ সংরক্ষণ ক্যাম্পিং পরিবেশের ভারসাম্য রক্ষায়, টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে সংগঠনের একটি গুরুত্বপূর্ণ পদেক্ষেপ। এরই ধারাবাহিকতায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ক্যাম্পিং এর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে পরিবেশ সংরক্ষণে উদ্ভুদ্ধ করণ ও সুবুজ স্বেচ্ছাসেবক তৈরীর ওপর জোর দেয়া।