মোহাম্মদ ইউছুপ:
বর্তমানে অধিকাংশ শিক্ষার্থী দীর্ঘসময় মোবাইল ফোনে ডুবে থাকে। বিশেষ করে ফেসবুক, টিকটক, ইউটিউবের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি তাদের শিক্ষাজীবন ও মানসিক বিকাশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে, স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে এবং রাত জাগার কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই ভার্চুয়াল দুনিয়ায় মগ্ন থেকে বাস্তব জীবনে একাকীত্ব ও হতাশায় ভুগছে।
এ থেকে মুক্তির জন্য অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে পারেন এবং বাস্তব জীবনের বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে যুক্ত করতে পারেন। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করলেই শিক্ষার্থীদের এই আসক্তি কমিয়ে আনা সম্ভব।
Post Views: ৩৬