
আকবরশাহ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া শিশু অপহরণকারী আজাদ ও উদ্ধার হওয়া শিশু সামির
অপহরণের ৩৬ ঘণ্টার মাথায় শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনি এলাকা থেকে অপহরণের শিকার শিশু মোহাম্মদ সামিরকে (৪) উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দিনগত নোয়াখালীর সুধারাম মডেল থানার মাইজদি কোর্টের বিপরীত পাশের সড়ক থেকে তাকে রাতে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণের অভিযোগে মো. আজাদ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গত ৭ ডিসেম্বর সকাল ১০টা ২০ মিনিটের দিকে বিশ্ব কলোনি কাঁচাবাজার এলাকায় রাস্তার উপর খেলতে যায় সামির। নির্দিষ্ট সময়ে ছেলে বাসায় না ফেরায় তার বাবা আবু সায়েদ আকবর শাহ থানায় একটি জিডি করেন।
পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় এই ঘটনায় জড়িত হিসেবে আজাদকে শনাক্ত করে। নোয়াখালীতে অভিযান চালিয়ে সামিরকে উদ্ধার করে। চকলেটের লোভ দেখিয়ে অপহরণের পর সামিরকে নোয়াখালীতে বিক্রি করতে নিয়ে যাওয়া হয় বলে পুলিশকে জানিয়েছে আজাদ।