অবশেষে অক্টোবরে চালু হচ্ছে ইইউর অটোম্যাটেড বর্ডার সিস্টেম

সদস্য দেশগুলোর মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা চলার পর অবশেষে আগামী অক্টোবর থেকে নতুন বর্ডার চেক সিস্টেম চালু করতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউর) রাষ্ট্রগুলো৷ বুধবার ইইউর পক্ষ থেকে এ কথা জানানো হয়৷

ইউরোপীয় ইউনিয়নের নতুন এই সীমান্ত নিয়ন্ত্রণ পদ্ধতিটির নাম হলো অটোম্যাটেড বর্ডার সিস্টেম বা এন্ট্রি এক্সিট সিস্টেম (ইইএস)৷ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত এই সিস্টেমটি ইউনিয়নের দেশগুলোতে জোটের বাইরের দেশ থেকে আসা এবং ছেড়ে যাওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহ করবে৷ তাছাড়া কোনো ব্যক্তি ভিসায় উল্লেখিত মেয়াদের চেয়ে অতিরিক্ত সময় অবস্থান করছেন কিনা, সেটাও নজরদারি করবে এই সিস্টেম৷ তথ্য সমন্বয়ের মাধমে কোনো ভ্রমণকারীর প্রবেশও আটকে দিতে পারবে ইইএস৷

এই প্রক্রিয়ায় ভ্রমণকারীদের বিস্তারিততথ্য এবং বায়োমেট্রিক ডেটা যেমন: ছবি, ফিংগার প্রিন্ট সংগ্রহ করা হবে৷

তবে এই প্রক্রিয়া চালু করা হলে তা ইমিগ্রেশনের সময় দীর্ঘায়িত হতে পারে বলে সমালোচনা করছেন অনেকে৷

থমিকভাবে গত বছরের নভেম্বর থেকে তা চালু হওয়ার কথা থাকলেও জোটের কোনো কোনো দেশ পুরোপুরি প্রস্তুত না থাকায় তা চালু করা যায়নি৷

গত মার্চে সদস্য রাষ্ট্রগুলো ধাপে ধাপে তা কার্যকর করার বিষয়ে একমত হয়৷ আগামী ১২ অক্টোবর এই প্রক্রিয়া কার্যকর হবে৷

ইইউর মাইগ্রেশন কমিশনার মাগনুস ব্রুনার বলেন, ‘‘এটি অতিরিক্ত সময় অবস্থানকারী ব্যক্তিদের চিহ্নিত করা, অনিয়মিত প্রবেশ ঠেকানো এবং জাল নথি চিহ্নিত করার মাধ্যমে নিরাপত্তাব্যবস্থাকে জোরদার করবে৷’’

উল্লেখ্য, ২০১৭ সালে ইইউর দেশগুলো প্রথম এই বিষয়ে একমত হয়৷ অক্টোবর থেকে চালু হতে যাওয়া এই সিস্টেমটি আয়ারল্যান্ড ওবং সাইপ্রাস ছাড়া বাকি ২৭টি দেশে কার্যকর হবে৷

এদিকে ইইউ সদস্যরাষ্ট্র না হলেও শেঙ্গেন জোনের দেশ নরওয়ে, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন এবং আইসল্যান্ড এই প্রক্রিয়া কার্যকর করবে৷

কমিশনের পক্ষ থেকে বলা হয়, চালু হওয়ার প্রথম ছয় মাস সময়ে ক্যাম্পেইনের মাধ্যমে ভ্রমণকারীদের এই বিষয়ে তথ্য দেয়া হবে৷