![]()
![]()
আগ্রাবাদ সার্কেল অফিসের বিভিন্ন জায়গার নামজারির ফাইল বাবদ অরুণ বাবু মিজানু ও পারভেজকে দিয়ে গ্রাহক থেকে ২০ হাজার টাকা প্রতি পাইলের জন্য আদায় করে। সাধারণ লোক ভূমি কর্মকর্তার সাথে দেখা করতে গেলে মিজানুর রহমান ও পারভেজ মিলে সাধারণ লোক থেকে পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত লাগবে বলে জানায়।
টাকা না দিলে ভূমি কর্মকর্তার সাথে দেখা করতে দেয় না।
অফিসের সরকারি কর্মচারীদের ওএসডি করে তার নিয়োগ কৃত সহকারী পারভেজ ও মিজানের মাধ্যমে একক ছত্র নিয়ন্ত্রণ করে। পারভেজ ও মিজানের কারণে অরুণ বাবুর অফিসের উপর সেবা গ্রহিতরা অসন্তুষ্ট। কয়েক মাস পূর্বে মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় পতেঙ্গা সার্কেল অফিস হইতে পারভেজ এবং মিজানুর রহমানকে তাদের ও কর্মের জন্য শাস্তি প্রদান করে বাহির করিয়ে দেন। এরপর অরুনবাবু তার লাভের জন্য এ ধরনের লোক দিয়ে আগ্রাবাদ সার্কেল সেবা গ্রহীতা আশা লোকদের বিভিন্ন ধরনের টাকা দাবি করে থাকেন। এদিকে সরকারি অফিস সহায়ক সকলকে ওএসডি করে বাহিরে লোক দাঁড়াই অফিস পরিচালনা করে থাকে