আনোয়ারায় চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আনোয়ারায় চাঁদাবাজির মামলায় মোহাম্মদ ইব্রাহিম (৩৫) নামের এক যুবলীগ নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। সে জুঁইদন্ডী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবু তালেবের পুত্র।

গ্রেফতারকৃত যুবলীগ নেতা জুঁইদন্ডী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক।

আনোয়ারা থানা সূত্রে জানা যায়, আনোয়ারা থানার এসআই জুয়েলের নেতৃত্বে একদল পুলিশ গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেপ্তার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, যুবলীগ নেতা ইব্রাহিমকে চাঁদাবাজির মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।