আবেগঘন পোস্ট তানজিন তিশার, সমবেদনা ভক্তদের

অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তানজিন তিশা। অভিনয়ের পাশপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। এ অভিনেত্রী তার বাবাকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন, ‘তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু।’ তার পোস্টের কমেন্ট বক্সে সমবেদনা জানিয়েছেন ভক্তরা।

মঙ্গলবার (৪ মার্চ) দিনগত রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিশা লিখেছেন, ‘মৃত্যুর পর নাকি মানুষ প্রিয় মানুষদের উপস্থিতি অনুভব করতে পারে, তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু।’

সেই পোস্টের কমেন্ট বক্সে মিতু নামে একজন লিখেছেন, ‘বাবা যার নাই তার কতটা আক্ষেপ সে শুধু সেই বোঝে। বাবা বলে ডাকতে না পারাটা কতটা কষ্টের।’

ফারহানা নামে আরেকজন লিখেন, ‘আমার আব্বুও আমাকে বাবু বলে ডাকে। আল্লাহ আপনার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং সকল বাবা কে সুস্থ রাখুক এবং দীর্ঘায়ু দান করুক।’