মার্কিন যুক্তরাষ্ট্রের আইনজীবী, লেখক এবং মানবাধিকারকর্মী মেরি কেরি কেনেডি বাংলাদেশের আলোচিত গোপন নির্যাতন কেন্দ্র আয়নাঘর পরিদর্শন করেছেন। এ সময় তাঁর কাছে নির্যাত-নিপীড়নের কথা তুলে ধরেন ৮ বছর ধরে সেখানে বন্দি থাকা মীর আহমাদ বিন কাশেম।
গতকাল মঙ্গলবার (১৩ মে) আয়নাঘরে তাদের সাক্ষাতের সময় নিজের বিভীষিকাময় বন্দিজীবনের কথা বলতে গিয়ে আবেগে ভেঙে পড়েন মীর আহমাদ। তখন চোখের পানি ধরে রাখতে পারেননি ক্যারি কেনেডিও।
বুধবার (১৪ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ক্যারি কেনেডি এসময় বলেন, ‘আয়নাঘর শুধু একটি জায়গা নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতীক। মীর আহমাদের মতো মানুষরা আমাদের প্রতিরোধ ও ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রেরণা।’
শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার ছিলেন ক্যারি কেনেডি।
তার নেতৃত্বে আরএফকে সেন্টার বারবার বাংলাদেশ সরকারের নিন্দা জানিয়েছে এবং নিখোঁজ ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়েছে।