‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রথম আওয়াজটা বিএনপিই তুলেছিল। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের মধ্য দিয়ে এই আওয়াজটা নতুন করে আবার উঠলো’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও বিএনপির মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।
তিনি বলেন, ‘আমি জানতে চাই তার দেশ ত্যাগের পেছনে কি কোনো নিষেধাজ্ঞা ছিল? কিন্তু কেন এই নিষেধাজ্ঞা দেয়নি? বর্তমান সরকার কী করল এতদিন যাবত।’
গতকাল রোববার (১১ মে) সন্ধ্যায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালপুর উপজেলা যুবদলের আয়োজনে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
পুতুল বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো এজেন্ডা তাদের (অন্তর্বর্তী সরকারের) আছে এ রকমটা আমার মনে হয় না। নতুন নতুন ইস্যুগুলোর নির্বাচন পেছানোর সাথে কোনো ধরনের কানেকশন নেই বলেই বিশ্বাস করি। বিএনপি একাই নির্বাচনের কথা বলছে এ রকমটা নয়, বিএনপি চাচ্ছে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য।
লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম প্রমুখ।