Search
Close this search box.

আ.লীগের দুর্নীতির কাহিনী সারা বিশ্ব জেনে গেছে: মুরাদ

ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, শেখ হাসিনা পরিবারের চুরি-দুর্নীতির কাহিনী সারা বিশ্ব জেনে গেছে। তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকীকে দুর্নীতির দায়ে যুক্তরাজ্য সরকার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
শুক্রবার ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় বালিথা মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসম্পৃক্তি কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়
ইয়াছিন ফেরদৌস বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে এখন আওয়ামী লীগের অস্তিত্ব নেই। তাদের নেতারা পালিয়েছে, কর্মীদের খুঁজে পাওয়া যায় না।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সাময়িক কোন লোভ লালসা বা হিংষা বিদ্বেষে যেন পতিত স্বৈরাচার সুযোগ না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের পাশের দেশে বসে পতিত স্বৈরাচার হাসিনা ও তার সকল অপকর্মের সহযোগীরা বাংলাদেশকে অকার্যকর করতে নানা ষড়যন্ত্র অব্যহত রেখেছে। তাই আমাদের সকলকে দল মতের উর্দ্ধে উঠে দেশের জন্য দায়িত্বশীল ভূমিকা পালণ করতে হব।
সমাবেশে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আতাউর রহমান। আরো বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা অধ্য ক্ষ এম এ জলিল, খন্দকার আবু তাহের মুকুটসহ অনেকে।