Search
Close this search box.

ইউক্রেনে নতুন প্রশাসন চান পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে নতুন শর্ত দিয়েছেন। তিনি দাবি করেছেন, যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনের বর্তমান সরকারকে সরিয়ে সাময়িক একটি প্রশাসন গঠন করতে হবে, যার অধীনে দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল শুক্রবার (২৮ মার্চ) রাশিয়ার মুরমানস্ক বন্দর পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন এসব কথা বলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। তিনি বলেন, রাশিয়া সবসময় শান্তিপূর্ণ সমাধানের পক্ষে, তবে কোনো ছাড় দেওয়া সম্ভব নয়। রুশ বাহিনী বর্তমানে যুদ্ধের সম্মুখসারিতে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে পুতিন বলেন, নতুনভাবে নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধে ভূমিকা রাখবেন বলে তিনি বিশ্বাস করেন।

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই রুশ প্রেসিডেন্ট পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফোনালাপ করেছেন। তারা ইউক্রেন যুদ্ধের পাশাপাশি সিরিয়া পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এরদোয়ান মনে করেন, আঞ্চলিক সংঘাত নিরসনে রাশিয়া ও তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে দেশটির এক-পঞ্চমাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে এবং যুদ্ধক্ষেত্রে ইউক্রেন বাহিনীর তুলনায় রুশ বাহিনী সুবিধাজনক অবস্থানে রয়েছে।