Search
Close this search box.

ইসরায়েলের ঘোর সমর্থক মার্কো রুবিও হলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারের (২০ জানুয়ারি) এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দেশটির রাষ্ট্র ক্ষমতায় বসলেন তিনি।

শপথ অনুষ্ঠানের আগেই ট্রাম্প তার নতুন প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে মনোনয়ন দিয়েছিলেন। এবার গতকাল সোমবার শপথের দিনই মার্কো রুবিওর মনোনয়নে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট।

বিবিসি বলছে, রুবিও সর্বসম্মতভাবে ৯৯-০ ভোট পেয়ে এ পদের জন্য নিশ্চিত হয়েছেন। সিনেট ফ্লোর থেকে বেরিয়ে রুবিও সাংবাদিকদের বলেছেন, এ পদের জন্য নির্বাচিত হওয়ার নিশ্চিত খবরটি পেয়ে তিনি ভালো অনুভব করছেন।

তিনি বলেছেন, এটি তার জন্য ‘বিশাল সম্মানের’ বিষয়। তিনিই এবারের এই ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হলেন।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কট্টর চীনবিরোধী হিসেবে পরিচিত মার্কো রুবিও। সেইসঙ্গে তিনি ইসরায়েলের ঘোর সমর্থক।