Search
Close this search box.

ঈদের প্রস্তুতি – ইসলামের দৃষ্টিতে করণীয় ও বর্জনীয়

মোহাম্মদ ইউছুপ, চট্রগ্রাম:
রমজানের শেষ দিকে মুসলমানরা ঈদুল ফিতরের প্রস্তুতি নেয়। ঈদ শুধু আনন্দের উৎসব নয়, বরং এটি আল্লাহর দেয়া বিশেষ নিয়ামত। তবে ঈদের আনন্দ উদযাপনের ক্ষেত্রে কিছু বিধি-বিধান মেনে চলা উচিত।

ঈদের প্রস্তুতি হিসেবে করণীয়
১. ফিতরা আদায় করা:

ফিতরা দেওয়া ফরজ (ঐচ্ছিক নয়)।
রাসুল (সাঃ) বলেন,
“ঈদের আগেই প্রত্যেক মুসলমানের উচিত ফিতরা আদায় করা, যাতে দরিদ্ররাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে।” (বুখারি, মুসলিম)

২. পরিচ্ছন্নতা বজায় রাখা ও নতুন পোশাক পরিধান করা।

৩. ঈদের নামাজের প্রস্তুতি:

ঈদের দিন গোসল করা সুন্নত।
ঈদগাহে যাওয়ার সময় তাকবির বলা।
ঈদের আনন্দ উদযাপনের সময় যা বর্জনীয়
অপচয় ও অহংকার করা।
হারাম সংগীত ও নাচ-গানে লিপ্ত হওয়া।
নামাজ ছেড়ে দেওয়া বা গুনাহের কাজে লিপ্ত হওয়া।