চট্টগ্রাম: বেসরকারি অপারেটরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চট্টগ্রাম বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় নিউমুরিং কনটেইনার (এনসিটি) পরিচালনায় নৌবাহিনীর সহযোগিতা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে শনিবার (২৮ জুন) সকালে চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।
এ সময় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদও ছিলেন।
সূত্র জানায়, এনসিটি পরিচালনায় নৌবাহিনীর সহযোগিতা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
আশা করা যাচ্ছে, এ ব্যাপারে দুই–তিন দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। গত ১৭ বছর ধরে এনসিটি পরিচালনার দায়িত্বে রয়েছে বেসরকারি দেশি টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ার টেক। তাদের সঙ্গে বন্দরের চুক্তি শেষ হচ্ছে ৬ জুলাই। বন্দর কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনার লক্ষ্যে ইতিমধ্যে নানা প্রস্তুতি শুরু করেছে।
বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, এনসিটি পরিচালনায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বন্দর থেকে জানানো হবে।