খাগড়াছড়িতে চলমান সড়ক অবরোধের পর এবার নতুন করে আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবরোধ চলাকালে পার্বত্য অঞ্চলে সব ধরনের পর্যটন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
আট দফা দাবির মূল বিষয়গুলো হলো—
১. আলোচনার সময় ও পরবর্তী সময়ে যেকোনো হামলা, সহিংসতা ও ভীতি প্রদর্শন বন্ধে আইনি নিশ্চয়তা দিতে হবে।
২. ধর্ষণ মামলার অবশিষ্ট দুই আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে গ্রেপ্তারকৃত আসামি চয়নশীলের বিচার দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করতে হবে। ভুক্তভোগীকে যথাযথ ক্ষতিপূরণ ও পূর্ণ পুনর্বাসন দিতে হবে।
৩. ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় লুটপাট, অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনাসহ সকল ঘটনার নিরপেক্ষ তদন্ত করে ৩০ দিনের মধ্যে অফিশিয়াল প্রতিবেদন দিতে হবে।
৪. হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দোকানপাট ও বাড়িঘরের পূর্ণ ক্ষতিপূরণ রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে এবং আহতদের সুচিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে।
৫. শান্তিপূর্ণ অবরোধ ক্ষুণ্ণ করা বা আদিবাসীদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ ও ন্যায়সঙ্গত প্রতিকার দিতে হবে।
৬. চলমান আন্দোলনের প্রেক্ষিতে আটক সব জুম্ম ছাত্র-জনতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং সাম্প্রতিক হামলার ঘটনায় স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে।
৭. আলোচনা টেবিলে অংশ নেয়া প্রতিনিধি ও অংশগ্রহণকারী সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৮. জারিকৃত ১৪৪ ধারা বাতিল করতে হবে।
সংগঠনটি বলছে, এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।