Search
Close this search box.

ওসি নেজামকে পেটালো বিএনপির নেতাকর্মীরা

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. নেজাম উদ্দিনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নগরীর পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এ পুলিশ কর্মকর্তার শার্টের কলার ধরে তাকে টানাহেঁচড়া করছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এসময় কয়েকজনকে মারধর করতেও দেখা যায় ওই ভিডিওতে।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, খবর পেয়েই পুলিশ গিয়ে তাকে হেফাজতে নিয়েছে। তিনি এখন থানায় আছেন।

এদিকে, মহানগরের বিভিন্ন থানায় ওসি থাকাকালীন মোহাম্মদ নেজাম উদ্দীনের বিরুদ্ধে নির্যাতনের নানা অভিযোগ তুলেন বিএনপির নেতাকর্মীরা। তিনি আটক হওয়ার পর সংবাদ ছড়িয়ে পড়লে থানায় মানুষের ভিড় করতে শুরু করে। থানার সামনে স্থানীয় বিএনপির একাধিক নেতা নেজামের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। নেজামের নির্যাতনের শিকার একাধিক মানুষও ভিড় করছে।

নেজাম উদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লায় সিআইডিতে পরিদর্শক পদে দায়িত্বে আছেন বলে জানা গেছে।