কর্ণফুলীর শাহ আমানত সেতু এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

কর্ণফুলীর শাহ আমানত সেতু এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে কর্ণফুলীর শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। গ্রেপ্তার দুইজন হলেন পটিয়া উপজেলার কুসুমপুরা হাফেজ মেম্বার বাড়ির মৃত হারুন অর রশিদ জাহাঙ্গীরের ছেলে আব্রাহীম হোসেন ওরফে ইমন ওরফে সাগর (২৯) এবং আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন এলাকার দীপক বৈদ্যর ছেলে রুবেল বৈদ্য (২৮)। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন যাত্রী ও পথচারীদের জিম্মি করে মালামাল ও নগদ টাকা হাতিয়ে নেন বলে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি শরীফ।