কর্ণফুলী টানেল ৪ দিন আংশিক বন্ধ, গাড়ি চলবে নিয়ন্ত্রিত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত দেশের প্রথম টানেল চার দিনব্যাপী রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য চার দিন আংশিক বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময় অনুযায়ী নিয়ন্ত্রিতভাবে গাড়ি চলাচল চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ—বিশেষ করে জেট ফ্যান পরিষ্কার/রক্ষণাবেক্ষণ ও রোড মার্কিং কাজের জন্য ২৮, ২৯, ৩০ ও ৩১ জুলাই প্রতিরাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত নির্ধারিতভাবে ডাইভারশন চালু থাকবে।

এই সময় পতেঙ্গা টু আনোয়ারামুখি টিউব দিয়ে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে বিকল্প হিসেবে আনোয়ারা টু পতেঙ্গামুখি টিউবটি দিয়ে নিয়ন্ত্রিতভাবে উভয়মুখি গাড়ি চলাচল চলবে।

সেতু কর্তৃপক্ষ আরও জানিয়েছে, রক্ষণাবেক্ষণ চলাকালীন বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী টানেলের উভয় প্রান্তে যানবাহনকে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

এ ধরনের রুটিন রক্ষণাবেক্ষণ কার্যক্রম টানেলের নিরাপত্তা ও কার্যকারিতা রক্ষায় গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।