Search
Close this search box.

কলকাতার অভিজাত এলাকায় স্ত্রীকে নিয়ে থাকেন ওবায়দুল কাদের

গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা দেশ ছেড়েছেন। তবে রাজনৈতিক অঙ্গনে আলোচিত ব্যক্তিত্ব ওবায়দুল কাদেরের বিষয়টি ছিল রহস্যেঘেরা। তবে ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন বলে জানা গেছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ওবায়দুল কাদের বর্তমানে কলকাতার রাজারহাটের অভিজাত আবাসন প্রকল্প ডিএলএফ নিউটাউন হাইটস প্লাজা-এর একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে অবস্থান করছেন।

কলকাতা থেকে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানিয়েছেন, ওবায়দুল কাদের মূলত নিজ ফ্ল্যাটেই অবস্থান করেন এবং জনসম্মুখে খুব একটা বের হন না। মাঝে মাঝে চিকিৎসার প্রয়োজনে হাসপাতাল যান। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ সীমিত।

ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নিজাম হাজারী একই কমপ্লেক্সের আরেকটি ফ্ল্যাটে থাকেন। এছাড়া সেখানে রয়েছেন টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, যিনি শাজাহান খানের জামাতা।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় গাজী নাসির উদ্দীন আহমেদ নামের এক ব্যক্তি নিজের ফেসবুক পোস্টে জানান, তার এক বন্ধু চিকিৎসার জন্য কলকাতার অ্যাপোলো হাসপাতালে গেলে সেখানে ওবায়দুল কাদেরকে দেখেন।
ফেসবুক পোস্টে নাসির উদ্দীন লেখেন, “আমার বন্ধু অ্যাপোলো হাসপাতালে অ্যান্ডোক্রাইনোলজিস্ট ডা. শ্যামাশীষ ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন। প্রায় এক ঘণ্টা পর রুম থেকে আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হয়ে আসেন। তিনি তাকে চিনে ফেললে সঙ্গে সঙ্গে ভদ্রলোক মাস্ক পরে হনহন করে চলে যান। আমার বন্ধু বলছিলেন, তাকে পুরোপুরি সুস্থই মনে হয়েছে।”

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের নেতাদের গতিবিধি সম্পর্কে সচেতন। তবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকলে কাউকে হয়রানি করা হয় না।