কাতারের আমিরের দেওয়া ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল রাত ১০টায় ঢাকা থেকে দোহার হয়ে লন্ডন যাবেন তিনি।
সোমবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বেগম জিয়ার চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আরও জানানো হয়েছে, লন্ডন এয়ারপোর্ট থেকে তারেক রহমান এবং তার স্ত্রী ও বিএনপির দুইজন নেতা বেগম জিয়াকে রিসিভ করে হাসপাতালে নিয়ে যাবেন। ৬ চিকিৎসক নিয়ে যাবেন বেগম জিয়া।
দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে সুস্থতার জন্য খালেদা জিয়া দোয়া চেয়েছেন। সেই সাথে গত ১৫ বছরে নিরবচ্ছিন্নভাবে সংবাদ প্রচার করায় গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েও দোয়া চেয়েছেন তিনি।
Post Views: ২৯