কানাডায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ২১ বছর বয়সি এক ভারতীয় শিক্ষার্থী। হরসিমরত রন্ধাওয়া নামের ওই শিক্ষার্থী কর্মস্থলে যাওয়ার পথে একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন, ঠিক তখনই একটি গাড়ি থেকে ছোড়া গুলিতে তিনি আহত হন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। হরসিমরত রন্ধাওয়া ছিলেন অন্টারিওর হ্যামিলটনের মোহাক কলেজের শিক্ষার্থী।
হ্যামিলটন পুলিশ জানিয়েছে, এটি একটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। পুলিশের ভাষ্য, হরসিমরত ছিলেন একজন ‘নির্দোষ পথচারী’।
এ বিষয়ে টরন্টোর ভারতীয় কনস্যুলেট জেনারেল এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘হরসিমরত রন্ধাওয়ার মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত’।
তারা আরও বলেন, ‘স্থানীয় পুলিশের তথ্যানুসারে, তিনি একটি বন্দুক হামলার শিকার হয়েছেন। সেখানে দুটি গাড়ির মধ্যে গুলি বিনিময় চলছিল। তারই একটি গুলি তাকে আঘাত হানে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি বর্তমানে হত্যাকাণ্ড হিসেবে তদন্তাধীন। আমরা তার পরিবারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছি এবং প্রয়োজনীয় সব সহায়তা দিচ্ছি। এই দুঃসময়ে আমাদের প্রার্থনা এবং সহানুভূতি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে রয়েছে’।
এদিকে হ্যামিলটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আপার জেমস এবং সাউথ বেন্ড রোডের কাছে গোলাগুলির খবর পায় তারা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হরসিমরতকে বুকের বাম পাশে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তদন্তে জানা গেছে, একটি কালো রঙের গাড়ির যাত্রীরা একটি সাদা সেডানের যাত্রীদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পর দুটি গাড়িই ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ আরও জানায়, গোলাগুলির সময় একটি গুলি কাছাকাছি থাকা একটি বাড়ির পেছনের জানালা ভেদ করে ভেতরে আঘাত হানে। তবে সেখান থেকে মাত্র কয়েক ফুট দূরে বসে টেলিভিশন দেখতে থাকা লোকজন অল্পের জন্য রক্ষা পান। সেখানে কেউই কেউ আহত হননি। সূত্র: পিটিআই