এতে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপি নেতা ডা. জাহাঙ্গীর হোসেন, মোজাজ্জেদ আলী বাবু প্রমুখ। এই সমাবেশের পর নিজ নিজ সামর্থ্য অনুযায়ি ন্যুনতম দাম দিয়ে দেশীয় শাড়ি ও লুঙ্গী বিক্রি করা হয়। রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা কারো প্রতি নির্ভরশীল হব না, এই জাতীয়তাবাদী চিন্তা নিয়ে আমরা এগিয়ে যাব। বাংলাদেশের প্রশ্ন আসলেই ভারতের সবাই রসুনের মতো এক হয়ে যায়। এর কারণ একটাই, শেখ হাসিনা কেন বাংলাদেশের মসনদে নেই। শেখ হাসিনা এত প্রিয় কেন মোদি ও মমতাদের কাছে? এর কারণ, শেখ হাসিনা বিনা পারিশ্রমিকে ও বিনা টাকায় যা ভারতকে দিয়েছে, এটা তো জাতীয়তাবাদী চিন্তার কোনা মানুষ দেবে না।’
সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে ভারত নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু-মুসলীমসহ সব ধর্মের মানুষের যে সম্প্রীতি, কোনো অপপ্রচার করে তা ভাঙ্গা যাবে না। অথচ আসামসহ ভারতের বিভিন্ন জায়গায় মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ধারাবাহিক নির্যাতনের শিকার হচ্ছে।’